খুলনা | রবিবার | ২০ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

সীমান্তে বিজিবির অভিযান

সাতাশ লাখ টাকা মূল্যের প্রায় ১৩ কেজি রূপার গহনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১২ এ.এম | ২০ এপ্রিল ২০২৫


সাতক্ষীরা সীমান্তে এক অভিযান চালিয়ে ২৭ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকাল সোয়া ৯টার দিকে কলারোয়া উপজেলার উত্তর ভাড়িয়ালি সীমান্ত এলাকা থেকে এই রূপার গহনা উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি সদস্যরা কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। 
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে চোরাই পথে রূপার গহনার একটি চালান বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে হাবিলদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে মাদরা বিওপির একটি অভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্তে অবস্থান গ্রহণ করে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৮ও ৯ এর মধ্যবর্তী উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে একজন চোরাকারবারি পায়ে হেটে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল­াশী করে চোরাকারবারির ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, উদ্ধারকৃত ভারতীয় রূপা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরূপন পূর্বক কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ