খুলনা | রবিবার | ২০ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

খুবি উপকেন্দ্রে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ২০ এপ্রিল ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ে উপকেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুইটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৫৩৬। যার মধ্যে ৯ হাজার ৫৯৯ উপস্থিত ছিলেন। যা মোট পরীক্ষার্থীর ৯১.১১ শতাংশ। পরীক্ষাকালীন সময়ে কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল, ফোকাল পয়েন্ট ও সংশি¬ষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।  
পরীক্ষা চলাকালে উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলেন। উপাচার্য জানান, অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ‘জুলাই অভ্যুত্থানে’ শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিকে সম্মান জানিয়ে ‘মুগ্ধ পানি কর্নার’ স্থাপন করা হয়েছে। অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক ব্যবস্থাপনার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

্রিন্ট

আরও সংবদ