খুলনা | রবিবার | ২০ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

২ ঘন্টা বাস চলাচল বন্ধ

রূপসায় মোটর শ্রমিকদের সাথে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

রূপসা প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ২০ এপ্রিল ২০২৫


ইজিবাইক ও বাস শ্রমিকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সাথে রূপসা থানার অফিসার ইনচার্জ-এর সৌজন্যমূলক আচরণের প্রতিবাদে পূর্ব রূপসায় প্রায় ২ ঘন্টা  বাস-মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা পড়ে সীমাহীন দুর্ভোগে। পরে বাস-মিনিবাস মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন ও থানা পুলিশের যৌথ বৈঠক শেষে পুনরায় বাস চলাচল শুরু হয়। শনিবার সকাল ১০টার দিকে পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, হাইওয়েতে ইজিবাইক মাহিন্দ্রাসহ থ্রি হুইলার বন্ধের দাবি জানিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তারপরও এইসব থ্রি হুইলার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এমতাবস্থায় গতকাল সকাল সাতটার দিকে রহিম নামে এক ব্যক্তি ইজিবাইকে যাত্রী নিয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ডে পৌঁছালে বাস শ্রমিকরা ইজিবাইকটি আটকে রাখে। পরে ইজিবাইক চালক রহিম এ বিষয়ে রূপসা থানায় অভিযোগ করলে অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান ঘটনাস্থলে আসেন। এ সময় শ্রমিকদের সাথে তার বাক বিতন্ডার এক পর্যায়ে ওসি তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বলে শ্রমিকরা দাবি করেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা তখন সড়ক ব্যারিকেট দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছান এবং থানা পুলিশের সাথে বাস মালিক সমিতি কার্যালয়ে যৌথ বৈঠক করেন। বৈঠক শেষে পুনরায় যান চলাচল শুরু হয়।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের মাঝে দীর্ঘদিন ধরে একে অপরের উপর হামলাসহ বিরোধ চলে আসছে। গতকাল সকালে একজন ইজি বাইক চালককে মারপিট করে গাড়ির চাবি আটক করে রেখেছিল মোটর শ্রমিকরা। উক্ত শ্রমিকদের কাছ থেকে চালকের চাবি চাইতেই শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে এবং বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুনরায় বাস চলাচল শুরু হয়। 

্রিন্ট

আরও সংবদ