খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

খালিশপুরে পরিচিতি সভায় বকুল

অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:০৫ এ.এম | ২০ এপ্রিল ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতটুকু করা যায় হবে, আবার নির্বাচিত সরকার এলে তারা করবেন। এটাই হওয়া উচিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে জনগণের সঙ্গে যেটা করছেন সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে। 
শনিবার খালিশপুরে পদ্ম-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির নবগঠিত পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বকুল বলেন, সংস্কারে বিএনপি’র কোনো আপত্তি নেই। আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের কথা বললেই সংস্কারের বিরোধিতা করা নয়। ৫ আগস্টের পর দেশে যে মুক্ত বাতাস সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে আমরা প্রাণবন্ত গণতন্ত্র ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহŸান জানিয়ে আসছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রæত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। যারা নির্বাচনকে পেছনে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন, তারা মনে রাখবেন বাংলাদেশের মানুষ ওতো বোকা নয়। আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নাই বলে উল্লেখ করে বকুল আরো বলেন, একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, বিএনপি’র কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস। পদ্ম-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকছেদ আলীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, মাহাবুব আলম, এড. শেখ মাসুদ হোসেন রনি, মোড়ল আব্দুস সোবহান, মজিবর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ। এর আগে তিনি মাওলানা খাসানী বিদ্যাপীঠ গালর্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

্রিন্ট

আরও সংবদ