খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

শেখবাড়ির আস্থাভাজন হয়ে এখনও বহাল রেজাউল ইসলাম

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সেই নেতা পেলেন খুলনা ওয়াসার অতিরিক্ত দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক |
০১:২০ এ.এম | ২১ এপ্রিল ২০২৫


বঙ্গবন্ধু প্রকৌশী পরিষদের ব্যানারে আইইবি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া, শেখবাড়ির আস্থাভাজন প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম পেলেন খুলনা ওয়াসার ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ-২’-এর অতিরিক্ত দায়িত্ব। অথচ তার বিরুদ্ধে চলমান রয়েছে দুর্নীতির অভিযোগের তদন্ত। বিগত ছয় মাস আগে যিনিই তদন্ত কমিটি গঠন করেন তিনিই আবার রোববার তাকে তড়িঘড়ি করে নতুন প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব দিলেন। তবে তদন্তের বিষয়টি খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হোসাইন শওকত জানেন না বলে উল্লেখ করেন।
খুলনা ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস স্বাক্ষরিত গত বছর (২০২৪) ২২ অক্টোবরের এক পত্রে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামের বিরুদ্ধে আনীত এক লিখিত অভিযোগের ভিত্তিতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। ওই কমিটির আহবায়ক সচিব নিজেই। এছাড়া নির্বাহী প্রকৌশল মোঃ কামাল হোসেনও ওই কমিটির সদস্য। সেই তদন্ত কমিটির কোন প্রতিবেদন এখনও না দেয়ায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এমনটিই ধরে নেয়া হয়। কিন্তু এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় তাকে আরও একটি প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় কিভাবে সে প্রশ্ন উঠছে। এছাড়া ৫ আগষ্টের পরিবর্তনের পর সারাদেশে যেখানে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে খুলনা ওয়াসায় চলছে সম্পূর্ণ বিপরীত কার্যক্রম। 
তদন্ত কার্যক্রম চলমান থাকার বিষয়টি জানা নেই উল্লেখ করে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অঃ দাঃ) হোসাইন শওকত বলেন, এটি তিনি দেখবেন। তাছাড়া অভিযোগ ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি তাঁর যোগদানের আগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এর পরেও তিনি এটি দেখবেন। তবে যিনি তদন্ত কমিটি গঠন করছেন তিনি অর্থাৎ খুলনা ওয়াসার সচিব নিজেই বিষয়টি গোপন রাখতে পারেন বলেও মনে করছেন অনেকে। এজন্য সচিবের ভ‚মিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার বলেন, অস্থাদৃষ্টে মনে হচ্ছে, খুলনা ওয়াসার সচিব নিজেই ওয়াসায় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তা’ না হলে তিনি নিজে যেখানে তদন্ত কমিটির আহবায়ক সেটিকে গোপন রেখে কিভাবে আবারো একটি নতুন প্রকল্পের দায়িত্ব দেওয়া হলো সেটি অবশ্যই তদন্তের দাবি রাখে। এভাবে একের পর এক দুর্নীতিপরায়নদের ছাড় দেওয়া হলে দুর্নীতি না কমে বরং বেড়েই যাবে। যেটি জুলাই বিপ্লবের বিরুদ্ধের কাজ হবে বলেও তিনি মনে করেন। 
এ ব্যাপারে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া যিনি আবেদন দিয়েছেন ওই নামে কেউ আছে বলে মনে হয়না। তার বিরুদ্ধে বঙ্গবন্ধু পরিষদের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টিও অতিরঞ্জিত বলে উল্লেখ করেন। এর সাথে খুলনা ওয়াসার একজন কর্মকর্তার ইন্ধন রয়েছে বলেও তিনি দাবি করেন।

্রিন্ট

আরও সংবদ