খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৬:২১ পি.এম | ২১ এপ্রিল ২০২৫


সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ আগে ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়েছিল। এরপর ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে করতে পারে ২৭৩ রান। মেহেদী মিরাজের ৫ উইকেটে ৮২ রানের লিড নিয়ে শেষ হয় সফরকারীদের ইনিংস। এরপর দ্বিতীয় দিনের শেষবেলায় ব্যাট করতে নেমে টাইগাররা এক উইকেট হারালেও স্কোরবোর্ডে যোগ করেছে ৫৭ রান। স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে আছে ২৫ রানে।

শেষবেলায় দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৩ রানেই বিদায় নেন ওপেনার শাদমান ইসলাম। প্রথম ইনিংসে ১২ রান করা এই ওপেনার এবার করেছেন ৪ রান, আউট হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে।

তবে শাদমান ফেরার পর মুমিনুল হককে নিয়ে বাকি সময়টুকু ভালোভাবেই কাটিয়ে দেন মাহমুদুল হাসান জয়। দুজনে মিলে গড়েছিলেন ৪৪ রানের জুটি। এ দুজনের জুটিতে বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রানে। জয় অপরাজিত আছেন ২৮ রানে, আর মুমিনুল অপরাজিত আছেন ১৫ রানে।

এর আগে গতকাল দুর্দান্ত ব্যাট করা জিম্বাবুয়ে আজ আর সে ধারা ধরে রাখতে পারেনি। দিনের শুরুতেই দুই ওপেনার ফেরার পর নিক ওয়েলস ও অধিনায়ক আরভিনও দ্রুতই আউট হন। তবে জিম্বাবুয়েকে লিড পেতে বড় অবদান রেখেছেন উইলিয়ামস। সফরকারী এ ব্যাটার আরভিন ও মেধেভেরের সঙ্গে গড়েছিলেন যথাক্রমে ৪১ ও ৪৮ রানের জুটি। দলীয় ১৯৩ রান দলকে ২ রানের লিড এনে দিয়ে সাজঘরে ফিরেন তিনি। আউট হওয়ার আগে খেলেছেন ৫৯ রানের ইনিংস।

উইলিয়ামস ফেরার পর জিম্বাবুয়ের লিড বাড়াতে অবদান রেখেছেন মাধেভেরে, মায়াভো ও এনগারাভা। এ তিনজন খেলেছেন যথাক্রমে ২৪, ৩৫ ও ২৮ রানের ইনিংস। তাদের এই ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে ২৭৩ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে, পায় ৮২ রানের লিড।

এদিকে জিম্বাবুয়েকে বড় লিড পেতে দেননি মেহেদী মিরাজ। টাইগার এই অলরাউন্ডার নিয়েছেন ৫ উইকেট। ২০২২ সালের ডিসেম্বরের পর এই প্রথম দেশের মাটিতে ৫ উইকেট নিলেন মিরাজ। মিরাজ ছাড়া নাহিদ রানা পেয়েছেন ৩ উইকেট, ১ টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। 

্রিন্ট

আরও সংবদ