খুলনা | মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৭ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


যশোর কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কয়েদির নাম সন্ন্যাসী বিশ্বাস (৭৬)। তিনি যশোর সদর থানার বিরামপুর গ্রামের বাসিন্দা। 
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ন্যাসী বিশ্বাস প্যারালাইসিসজনিত জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে তাকে কারা প্রহরায় যশোর জেনারেল হাসপাতালে আনা হয় এবং পুাংষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪৫ মিনিটে তিনি মারা যান। তার মৃতদেহ ময়না তদন্ত শেষে আত্মীয়-স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
 

্রিন্ট

আরও সংবদ