খুলনা | মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় বিজিবি অভিযানে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৬ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে পাচার করে আনার সময় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। রোববার বেলা সাড়ে তিনটার দিকে সদরের লক্ষীদাড়ি সীমান্ত থেকে এই ইয়াবা জব্দ করা হয়। তবে বিজিবি কোন মাদক চোরাচাকারবারিকে আটক করতে পারেনি। বিজিবি সূত্র জানায়, লক্ষীদাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি অভিযানিক দল উক্ত স্থানে কৌশলে অবস্থান নেয়। বিকেল সাড়ে তিনটার দিকে চোরাকারবারীরা পায়ে হেটে উক্ত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল­াশী করে ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে নায়েক শরীফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য প্রায় ৬০ লাখ টাকা। 
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

্রিন্ট

আরও সংবদ