খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক

ক্রীড়া প্রতিবেদক |
০১:২৮ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সাকিবের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
জানা গেছে, সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) চিঠি পাঠিয়েছে দুদক।
এর আগে গত ৯ এপ্রিল দুর্নীতির অভিযোগে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দলের অপর সদস্য সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান।
 

্রিন্ট

আরও সংবদ