খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

আমার দেশ-এর বিরুদ্ধে ৭১ টিভি মালিকের মামলা

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


দৈনিক আমার দেশ-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৭১ টিভির মালিক এবং মেঘনা গ্র“পের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। রোববার ঢাকার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে এ মামলা করা হয়। মামলায় বিবাদী করা হয়েছে আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান ও পত্রিকার আরও চার সাংবাদিককে।
মামলার আরজিতে বলা হয়েছে, বসুন্ধরা গ্র“পের দ্বারা প্রভাবিত হয়ে দৈনিক আমার দেশ গত ১৭ এপ্রিল ‘এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্র“প’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এ সংবাদ প্রচারের মাধ্যমে বিবাদীরা বাদী ও বাদীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কুৎসাপূর্ণ ও মানহানিকর বক্তব্য সংবলিত প্রতিবেদন প্রকাশ করেছেন।
মামলায় আমার দেশের প্রতিবেদক বিজনেস এডিটর  সৈয়দ মিজানুর রহমান, অর্থনৈতিক রিপোর্টার কাওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইনকেও বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে আরও উলে­খ করা হয়েছে, এ প্রতিবেদনের মাধ্যমে বাদী ও তার প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এতে তার প্রতিষ্ঠানের মান-সম্মান ও ব্যবসায়িক সুনাম চরমভাবে ক্ষুন্নের মাধ্যমে অপূরণীয় আর্থিক ক্ষতি করেছেন। যার আর্থিক মূল্যমান এক হাজার কোটি টাকা হবে। বিবাদীদের কাছ থেকে এ টাকা আদায়ের নিমিত্তে বাদী এ মামলা করেছেন বলে আর্জিতে উলে­খ করা হয়েছে।
আদালত আগামী ২৩ জুন বিবাদীদের স্বয়ং উপস্থিত হয়ে কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে মামলার অভিযোগ সম্পর্কে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। মেঘনা গ্র“পের প্রতিবাদলিপি ও মামলার কাগজপত্র সোমবার (২১ এপ্রিল) একই সঙ্গে আমার দেশ-এর কাছে পৌঁছেছে।

্রিন্ট

আরও সংবদ