খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

রদবদল, খুলনা মহানগরের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু পিবিআইতে

খবর প্রতিবেদন |
০১:৩২ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে আজ সোমবার এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে। অন্যদিকে, রেলওয়ে পুলিশের দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে। এ ছাড়া খুলনা মহানগরের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠুকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ