খুলনা | মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২

কেডিএ’র সম্পত্তি লীজ গ্রহণকারী ব্যক্তিকে হুমকি জমিতে উন্নয়নমূলক কাজে বাধা : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৫ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) দীর্ঘমেয়াদি লিজ গ্রহীতা মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুলকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। জমিতে উন্নয়নমূলক কাজ করতে গেলে তাতে বাধা দিচ্ছে। এ ঘটনায় জমির মালিক নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। 
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নগরীর খালিশপুর ৫৩ পদ্মা রোড কাশিপুরের বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে রফিকুল ইসলাম বাবুল। তিনি গত ৬/১০/২০০৮ সালে ৭৪ কেডিএ এভিনিউ প্লটটি বরাদ্দ গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে উক্ত প্লটটি নিয়ে পার্শ্ববর্তী মালিকের সঙ্গে দীর্ঘদিন শত্র“তা থাকার কারণে তিন প্লটের দখল হস্তান্তর বুঝে নিতে ব্যর্থ হন। পরবর্তীতে কেডিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনিক কর্মকর্তা সহায়তায় গত ২০ এপ্রিল’২৪ লীজ গ্রহণকারী ব্যক্তিকে তার দখল হস্তান্তর পত্র সহকারে উক্ত জমির দখল বুঝিয়ে দেন। উক্ত প্লট নাম্বার ৭৪, যার জমির পরিমাণ ১.৭৩ কাঠা। পরবর্তীতে লীজ গ্রহণকারী ব্যক্তি গত ১০ এপ্রিল কেডিএ’র লীজ সংক্রান্ত সমুদয় বকেয়া পরিশোধ করে ৯৩০/২৫ নং লীজ দলিলের মাধ্যমে লীজ গ্রহণকারী ব্যক্তি মালিকানা প্রাপ্ত হন। পরে গত ২০ এপ্রিল উক্ত জমির দখল বরাবর সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল­াহ আল মামুন ও আব্দুল­াহ আল মাসুম বাধা দেন। তারা গোবরচাকা মুন্সিবাড়ির বাসিন্দা বশির মুন্সীর ছেলে। উক্ত ব্যক্তিসহ আরো কয়েকজন একত্রিত হয়ে উক্ত জমিতে সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করেন। উক্ত জমির লীজ গ্রহণকারী মালিককে সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদানসহ লীজ গ্রহণকারী ব্যক্তিকে প্রাণ নাশের হুমকিসহ গুম করে দেওয়ার হুমকি দিয়েছে। 
এ মর্মে উক্ত প্লটের লীজ গ্রহণকারী ব্যক্তি গত ২০ এপ্রিল সোনাডাঙ্গা থানায় জিডি করেন (নং-১৩৪৪)। এছাড়া উক্ত ব্যক্তিরা প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে উক্ত প্লটের লীজ গ্রহণকারী মালিককে বিভিন্ন সময় ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। লীজ গ্রহণকারী ব্যক্তি এ ধরনের বিষয় থেকে নিস্তার এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য খুলনা জেলা প্রশাসন এবং কেএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।  

্রিন্ট

আরও সংবদ