খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

২৫ এপ্রিল খুলনা দিবসে নানা কর্মসূচি সফলে উন্নয়ন কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজিত সভা ৫৩/এ, মজিদ স্মরণীর নিজস্ব কার্যালয়ে সোমবার সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। 
খুলনা জেলার ১৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা দিবস পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় খুলনা দিবস উপলক্ষে উদ্বোধন, র‌্যালি, স্মরণিকা প্রকাশ, দুপুরে মেজবান, সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। সভায় অপর এক প্রস্তাব চায়না-বাংলাদেশ হাসপাতাল নির্মাণে চীন আগ্রহ প্রকাশ করেছে। এটি খুলনায় স্থাপনের জন্য দাবি জানানো হয়। 
সভায় নতুন বাজার এলাকায় জেলা পরিষদের অধীনে ১০০০ আসন বিশিষ্ট পাবলিক হল নির্মাণ কর্মকান্ড বন্ধ থাকায় উন্নয়ন কমিটি উদ্বেগ প্রকাশ করে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, দ্রুত এই কাজ সম্পূর্ণ করতে হবে। 
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহেনা আকতার, অধ্যাপক মোঃ আযম খান, মামনুরা জাকির খুকুমনি, মিজানুর রহমান বাবু, মিনা আজিজুর রহমান, মোঃ খলিলুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, এস এম আক্তার উদ্দিন পান্না, শেখ গোলাম সরোয়ার, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রফেসর সেলিনা বুলবুল, শেখ আবুল কাশেম, এড. মনিরুল ইসলাম পান্না, মোল­া মারুফ রশিদ, জি.এম. রেজাউল ইসলাম, মতলুবুর রহমান মিতুল, মোঃ মোরশেদ উদ্দিন, শেখ আরিফ নেওয়াজ, মোঃ আবু জাফর, শেখ আব্দুস সালাম, এস এম মুর্শিদুর রহমান লিটন, শেখ মনজুর হাসান অপু, রকিব উদ্দিন ফরাজি, আব্দুল খালেক শিকদার, মোঃ শফিকুর রহমান, জি এম রেজাউল ইসলাম, শেখ আরিফ নেওয়াজ, মোঃ ইলিয়াস মোল­া এবং প্রমিতি দফাদার প্রমুখ।  

্রিন্ট

আরও সংবদ