খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

বটিয়াঘাটা সদরে থানার পাশেই ডাকাতি, বাড়ির মালামাল লুট

বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:০১ এ.এম | ২২ এপ্রিল ২০২৫


বটিয়াঘাটা থানা থেকে আধা কিলোমিটার দূরে কিসমত ফুলতলার সিলিন্দেমারী এলাকায় মোঃ শামীম আল মামুনের বাড়িতে সোমবার ভোর ৫টার দিকে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মামুনের বাবা-মা দোতলা বিল্ডিং এর নিচতলায় থাকেন। প্রতিদিনের ন্যায় সকালে নামাজ পড়ার জন্য তারা অজু করতে ওঠেন। দরজা খুলে বাইরে বের হতে যেয়ে দেখে বাইরে থেকে দরজা বন্ধ করা। তারা ভিতরে অজু এবং নামাজ পড়বে বলে প্রস্তুতি নেয়। এমন সময় ১০-১২ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে মামুনের মা-বাবার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নিচতলার মালামাল লুট করে তাদেরকে বাড়ির দোতলায় নিয়ে যায়। এ সময় কলিং বেল চেপে ঘরের ভিতরে ঢুকে দুষ্কৃতিকারীরা বাড়ির সবাইকে ধারালো অস্ত্রের মুখে হাত পা, চোখ বেঁধে একটি কাথা দিয়ে ঢেকে রাখে। তারপর ডাকাতদল ঘর থেকে ১০ থেকে ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার,প্যান্টের পকেটে থাকা নগদ ৮২ হাজার টাকা এবং আলমারিতে থাকা ব্যবহৃত কাপড়- চোপড় নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগীরা বলেন, দুষ্কৃতিকারীদের পরনে ছিল জিন্সের প্যান্ট এবং কালো কাপড় দিয়ে মুখ বাধা। তাদের প্রত্যেকের বয়স অনুমান ২০ থেকে ৩০ বছর হবে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের কর্তারা। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

্রিন্ট

আরও সংবদ