খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

নগরীতে ‘স্বপ্ন’-এর শো রুমে প্রতিবন্ধী কর্মী নিয়োগ

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ২৩ এপ্রিল ২০২৫


খুলনায় বাংলাদেশ বিজনেস এন্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর উদ্যোগে এসিআই লজিস্টিকস লিমিটেড স্বপ্ন-এর  জেলা শহরের ১০টি বিক্রয় কেন্দ্রে (আউটলেট) প্রতিবন্ধী কর্মী নিয়োগের লক্ষ্যে একটি বিশেষ সাক্ষাৎকার কার্যক্রম (রিক্রুটমেন্ট ড্রাইভ) আয়োজন করে। গতকাল মঙ্গলবার নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-Gi Promoting Gender Responsive Enterprise Development and TVET System (ProGRESS) প্রকল্প এর অধীনে অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘বান্ধব প্রতিবন্ধী সংস্থা’ এই আয়োজনে  সহযোগী হিসেবে কাজ করেছে।
এই উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি একটি অন্তর্ভুক্তি মূলক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধীতা সম্পন্ন চাকুরিপ্রার্থী অংশগ্রহণ করেন এবং স্বপ্ন-এর নিয়োগ দলের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন।
এই রিক্রুটমেন্ট ড্রাইভ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়ার পাশাপাশি অন্তর্ভুক্তি মূলক সমাজ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ