খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৭ এ.এম | ২৩ এপ্রিল ২০২৫


যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার লাউজানি রেলক্রসিং সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর থেকে দু’টি মোটরচালিত ভ্যান যাত্রী ও কাঁচামাল বহন করে লাউজানি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে ভ্যানচালক ও যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে আহত হন।
আহতরা হলেন নবীনগরের শহিদুল ইসলাম (৭০),  কদমবাড়িয়ার  সাদ্দাম হোসেন (৫০), পুরোন্দপুরের নুর ইসলাম (৫০) ঝিকরগাছার আশিকুর (৩২)। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। 
 

্রিন্ট

আরও সংবদ