খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

প্রকৌশলীকে মারপিট : তালায় সাংবাদিকের ১০ দিনের জেল

তালা প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ২৩ এপ্রিল ২০২৫


তালায় সরকারি কাজে বাধা ও প্রকৌশলীকে মারপিটের অভিযোগে রোকনুজ্জামান টিপু নামে একজনকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রোকনুজ্জামান টিপু (৪০) বাগেরহাট জেলার মোল­াহাট থানার মৃত আইয়ুব আলীর ছেলে। বর্তমানে তালা সদরের মহল­াপাড়ার বাসিন্দা। তিনি একটি জাতীয় দৈনিকের তালা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, উপজেলা পরিষদ অভ্যন্তরে বিন্ডিংয়ের উন্নয়নের কাজ চলছে। সেখানে তদারকি করছিলেন উপ-সহকারি প্রকৌশলী মামুন আলম ও কার্য সহকারি মোহাম্মদ মহিসন। দুপুরে দিকে এসে আকস্মিক সরকারি কাজে বাধা দেন রোকনুজ্জামান টিপু নামক ব্যক্তি। এছাড়া উপ-সহকারি প্রকৌশলী মামুন আলমকে মারপিট করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, সরকারি কাজে বাধা প্রদান ও উপ-সহকারি প্রকৌশলীর গায়ে হাত তোলার অভিযোগে রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ