খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

কালীগঞ্জে আগুনে পুড়লো দু’টি ট্রাক, অগ্নিদগ্ধ হয়ে আহত ২

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ২৩ এপ্রিল ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে গ্যারেজের ওয়েল্ডিং মেশিনের আগুনে দুইটি ট্রাক পুড়ে গেছে। এ সময় তানজিল (২০) ও জেহাদ (৪০) নামে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ-যশোর সড়কের মোচিক সুগার মিলের সন্নিকটে মলি­ক নগরে এ ঘটনা ঘটে। আহতদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় এক জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, মলি­ক নগরে মেহেরান ট্রেডার্সের ওয়েলডিং মেশিনের পাশেই দু’টি ট্রাক পার্কিং করে রাখা ছিল। দুপুরে ওয়েলডিং করার সময়ে ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের তেলের ট্যাংকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আরো একটি ট্রাকে ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সেখানে কর্মরত উপজেলার ভাতঘরা গ্রামের আফিল উদ্দিনের পুত্র তানজিল ও সিংদহ গ্রামের মোস্তফার পুত্র জেহাদ আগুনে দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে দগ্ধ দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে বেশ কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। গ্যারেজের ওয়েলডিং মেশিন থেকে অগ্নিকান্ডের  সূত্রপাত। খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দু’টি ট্রাক পুড়ে গেছে। আগুনে অগ্নিদগ্ধ দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

 

্রিন্ট

আরও সংবদ