খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

নিজ বাসা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

খবর বিনোদন |
০৪:৪৮ পি.এম | ২৩ এপ্রিল ২০২৫


ফের দুঃসংবাদ ভারতীয় বিনোদন অঙ্গনে। দেশটির ছোটপর্দার অভিনেতা ললিত মনচন্দার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের মেরুটের নিজ বাসা থেকে ৩৬ বয়সী এ অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাতে আলাদা একটি কক্ষে ঘুমাতে যান লালিত। পরদিন সকালে পরিবারের একজন ডাকতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ঘটনাস্থল তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়। সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

পুলিশের ধারণা, ললিত আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। আবার প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহজনক কোনো কিছু পায়নি।

শোবিজে এক যুগের পথচলা ললিতের। বিভিন্ন জনপ্রিয় টিভি শোয়ে দেখা গেছে তাকে। এরমধ্যে ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ডিডি ন্যাশনালে ‘সেবাঞ্চল কি প্রেমকথা’ উল্লেখযোগ্য। এছাড়া বলিউডের কয়েকটি সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা গেছে প্রয়াত এ অভিনেতাকে। 

্রিন্ট

আরও সংবদ