খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

আশাশুনি’র ভূমিহীন পল্লীতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৬ আসামি কারগারে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৫ পি.এম | ২৩ এপ্রিল ২০২৫


সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাবল­ভপুর মদনপাড়ার ভূমিহীন পল্লীতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় ১৬ আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে বুধবার আসামিরা সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক মোঃ নজরুল ইসলাম তা না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
জামিন না’মঞ্জুর হওয়া আসামিরা হলেন, আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মোবারক মোড়লের ছেলে সালাম মোড়ল, একই গ্রামের মোকছেদ মোড়লের ছেলে ইউনুছ মোড়ল, নজরুল সরদারের ছেলে শাহীন সরদার, তার ভাই সোহাগ সরদার, শমসের মোড়লের ছেলে হান্নান মোড়ল, মোকছেদ মোড়লের ছেলে শরবৎ মোড়ল, ইউনুস মোড়লের ছেলে হাবিবুল­াহ মোড়ল, ইদ্রিস মোড়লের ছেলে সবুজ মোড়ল, রাধাবল­ভপুর গ্রামের বাবুরালী গাজীর ছেলে কেনা গাজী, একই গ্রামের মোহর আলী গাজীর ছেলে মোজাম গাজী, নূরুল ইসলাম মোড়লের ছেলে রবিউল মোড়ল, আনার মোড়লের ছেলে রফিকুল মোড়ল, খোদাবক্স মোড়লের ছেলে জিনারুল মোড়ল, তার ভাই সাঈদুল মোড়ল, আনার মোড়লের ছেলে নূর ইসলাম মোড়ল ও মঈনুল মোড়লের ছেলে বাবু মোড়ল।
মামলার বিবরণে জানা যায়, মরিচ্চাপ নদীর আশাশুনির রাধাবল­ভপুর মদনপাড়ার চরভরাটি জমিতে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে ৩৫টি ভূমিহীন পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিছু জমি তারা ডিসিআর পেয়েছেন। আবার ১৫টি পরিবার মৎস্যজীবী সমিতি গঠন করে চরের ৩০ বিঘা জমি পেতে পানি উন্নয়ন বোর্ডে ডিসিআরের আবেদন করেন। স¤প্রতি মরিচ্চাপ নদী খননের ফলে তাদের অনেক জমি ভেড়িবাঁধে চলে যায়। এরপরও ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের জহিরউদ্দিন মোড়ল, তার চাচাতো ভাই আবু সাঈদ, রইচউদ্দিন মোড়ল, নজরুল সরদার, বড় খোকনসহ একটি চক্র ভ‚মিহীনদের ওই জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিলো। বাধ্য হয়ে আজিজুল গাজী বাদি হয়ে গত বছরের ৩০ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে রইচউদ্দিনসহ নয় জনের নামে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। 
মামলার নোটিশ পেয়ে আবু সাঈদ ও জহির উদ্দিনের নেতৃত্বে দেড় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী গত ২৭ ফেব্র“য়ারি সকালে মদনপাড়ার ভূমিহীন পল­ীতে হামলা চালিয়ে ভাঙচুর ও  ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট শেষে পেট্রোল দিয়ে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আহত ২০ জন ভূমিহীনকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাকির হোসেন বাদি হয়ে ২৮ ফেব্র“য়ারি জামিন না’মঞ্জুর হওয়া ১৬জনসহ ৩২ জনের নাম উলে­খ পূর্বক অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। 
সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আসাদুজ্জামান দিলু বলেন, এজাহারনামীয় ৩২ জনের মধ্যে জামিন না’মঞ্জুর হওয়া ১৬ জন গত ২৫ মার্চ উচ্চ আদলত থেকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালিন জামিন পান। তারই অংশ হিসেবে ১৬ আসামি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোঃ নজরুল ইসলাম তা না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. এম শাহ আলম। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুস সাত্তার ও জ্যেষ্ঠ আইনজীবী আসাদুজ্জামান দিলু।
 

্রিন্ট

আরও সংবদ