খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ভান্ডারিয়ার ধাওয়া ইউপি’র ৭নং ওয়ার্ড সদস্য ফিরোজ মুন্সী সাময়িক বরখাস্ত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ২৩ এপ্রিল ২০২৫


পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগের অনুসারী মোঃ ফিরোজ হোসেন মুন্সী কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে ২১ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ইউপি সদস্য মোঃ ফিরোজ হোসেন মুন্সীর বিরুদ্ধে সরকারি প্রকল্পের ঘর, টিউবওয়েল, ভিজিডি কার্ড, বিধবা ও বয়স্কভাতা এবং টিসিবির কার্ড প্রদানের প্রতিশ্র“তি দিয়ে গরীব অসহায় মানুষের নিকট হতে বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। 
ফিরোজ হোসেন নিজ এলাকায় গাজার আসর বসিয়ে বাগেরহাট মাজারের এক ফকিরকে অতিরিক্ত গাজা সেবন করিয়ে হত্যার অভিযোগে মামলা হলেও সেখান থেকে খালাস পায়। পরবর্তীতে স্থানীয় আশ্রমের হিন্দু পুরোহিতকে হত্যার অভিযোগ থেকেও সুচতুর এই ইউপি মেম্বর  কিছুদিন জেলহাজত বাসের পর বেরিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। অন্য পত্রের স্মারকে মোঃ ফিরোজ হোসেন মুন্সীকে কেন চূড়ান্ত ভাবে অপসারণ করা হবে না তার জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন।
 

্রিন্ট

আরও সংবদ