খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

আশাশুনিতে ধান চাল সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ২৩ এপ্রিল ২০২৫


বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমে আশাশুনি উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির সভা বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, মিল মালিক সমিতির সভাপতি আছাদুল ইসলাম, ওসি এলএসডি সুনীল মন্ডল (আশাশুনি), ওসিএলএসডি এমাদুল হক (বড়দল), কৃষক প্রতিনিধি শংকর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এবছর ২৪ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হবে এবং ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। দুজন মিলারের নিকট থেকে চাল ও উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের থেকে ধান সংগ্রহ করা হবে। মোট ৬৪২ মে.টন ধান ও ১২৫ মে.টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। ধান প্রতি কেজি ৩৬ টাকা ও সেদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা মূল্যে ক্রয় করা হবে।

্রিন্ট

আরও সংবদ