খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫৪ পি.এম | ২৩ এপ্রিল ২০২৫


বাগেরহাটে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ চলছে। সোমবার শহরের ধানসিঁড়ি হোটেল মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. ফখরুল হাসানের সভাপতিত্বে এসময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, বাগেরহাট গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মোঃ তৌফিকুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মোরেলগঞ্জ, মংলা ও  শরণখোলা উপজেলার  মোট ২৬ জন ইউনিয়ন পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। উলে­খ্য জেলার রামপাল, কচুয়া, চিতলমারি, ফকিরহাট, মোল­াহাট ও  বাগেরহাট সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয়ভাবে চালু রয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ