খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খানাবাড়ি বালিকা বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বুধবার সকালে ফুলবাড়িগেটস্থ খানাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন ও শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে সুন্দর আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলার আহবান জানান শিক্ষা উপদেষ্টা। মতবিনিময়কালে শিক্ষকদের আদর্শ ও নীতিনৈতিকতা বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।    
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম, সহকারি প্রধান শিক্ষকা ডালিয়া আক্তার মীরা, থানা একাডেমকি শিক্ষা পরিদর্শক মোঃ আল আমিন, শিক্ষক কুমুদ চৌধুরী, খাদিজা আক্তার, তাসলিমা খাতুন, উজ্জ্বল কুমার মন্ডল, জোয়ারদার জিয়াউল হাসান, তাপস কুমার মলি­ক, সুজন কুমার দে, আব্দুল কাদির প্রমুখ।   

্রিন্ট

আরও সংবদ