খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

মুক্ত বাংলা সংস্থার আহবায়ক মন্টুর ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


মুক্ত বাংলা সংস্থার আহবায়ক মোঃ কামরান হাচান মন্টু’র বড় ভাই কামরুল হাসান মনির (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)।
সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনে গিয়ে তিনি ইন্তেকাল করেন। কামরুল হাসান মনির নগরীর মুসলমানপাড়া ক্রস রোডের বাসিন্দা মরহুম আবুল কাশেম মোল­ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আইনি জটিলতায় তাকে মক্কায় দাফন করা হয়েছে।   
মোঃ কামরান হাচান মন্টু’র ভাইয়ের ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দ।  নেতৃবৃন্দরা হলেন এডহক কমিটির সদস্য সচিব বনানী সুলতানা ঝুমুর, সদস্য এম এ জলিল, মোঃ ইজাজুল ইসলাম ইজাজ ও মোঃ নাঈম হাসান হাসিব, সংস্থার সদস্য শেখ সহিদ আলী, মোঃ আব্দুল লতিফ সুইট, মোঃ তালাত মাহামুদ সাগর, রেজাউল আমিন সাবু, ফরিদ পাঠান, সাঈদুর রহমান বাবু, কাওসারী জাহান মঞ্জুসহ সংস্থার সকল সদস্যবৃন্দ।
উলে­খ্য, গত ৬ এপ্রিল কামরুল হাসান মনির তার স্ত্রী ও ভাই মোঃ কামরান হাচান মন্টুকে নিয়ে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন। সেখানে হজ পালন শেষে তিনি হারিয়ে যান। তার পরিবার অনেক খোঁজাখুঁজির পর দেশে ফিরে আসেন। বুধবার সৌদিতে বাংলাদেশস্থ রাষ্ট্রদূত কার্যালয় থেকে তাদেরকে জানানো হয় মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতালে কামরুল হাসান মনির লাশ পাওয়া গেছে।  
 

্রিন্ট

আরও সংবদ