খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খুলনায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা : অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক |
১২:১৭ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


আশ্রয় ফাউন্ডেশনের আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান ও জিপিই’র সহযোগিতায় খুলনার সমাজসেবা কার্যালয়ের সেমিনার কক্ষে বুধবার বেলা ১১টায় “অন্তর্ভুক্তিমূলক শিক্ষা : অংশীজনের প্রত্যাশা” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফারুকুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আয়নাল হক, গণসাক্ষরতা অভিযান ঢাকার প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম, আঞ্জুমান সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক এড. রওগন আরা, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, দৈনিক দিনকালের সোহরাব হোসেন, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“পের সদস্য লিয়াকত আলী, অভিভাবক রুনা ইসলাম, শিক্ষক জেবুন্নেছা ঝর্ণা, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক লায়লা পারভীন, শিক্ষার্থী রাকিবুল ইসলাম তামিমসহ অন্যান্যরা। আলোচনা পত্র উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযান ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম কলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশ্রয় ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের প্রধান বনশ্রী ভান্ডারী।
মতবিনিময় সভায় অর্ধশতাধিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র“পের সদস্য, গণমাধ্যমকর্মী, এসএমসি, পিটিএ সদস্য এবং এনজিওকর্মী অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন।  

 

্রিন্ট

আরও সংবদ