খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

খুবিতে মাছের পোনা অবমুক্ত

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের পুকুর, খাল ও জলাশয়সমূহে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার ৩নং একাডেমিক ভবনের সম্মুখস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজিত এ কর্মসূচিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্যাম্পাসের পরিবেশবান্ধব ও টেকসই জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার সুযোগ তৈরি এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। 
এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, অধিকতর অবকাঠামা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, প্রশাসন শাখা প্রধান আবদুর রহমান, সংস্থাপন-৩ এর শাখা প্রধান ইকবাল হোসেন, সংস্থাপন-৪ শাখা প্রধান কাজী জালাল উদ্দিন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাছের পোনা অবমুক্তকরণের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

্রিন্ট

আরও সংবদ