খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

নগর ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বর্ণার বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন জান্নাতুল আফরোজ স্বর্ণা। বুধবার বিকেলে তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেয়া হয়। নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন প্রশাসক মোঃ ফিরোজ সরকার। 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসক বলেন, জান্নাতুল আফরোজ স্বর্ণা আন্তরিকতা ও  দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। আগামীতেও নিজ কর্মক্ষেত্রে একই ধারাবাহিতকতা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেসিসি-কে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে উলে­খ করে প্রশাসক সকলকে সেবামূলক মনোভাব নিয়ে নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহŸান জানান। 
২০২২ সালের ২১ আগস্ট তিনি খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন এবং গত ১৭ এপ্রিল তাকে বদলীপূর্বক বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রশাসক সদ্য বিদায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, আর্কিটেক্ট রেজবিনা খানম, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম ও মুহাম্মদ আনিচুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদারসহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান এবং বিদায়ী কর্মকর্তার উদ্দেশ্যে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কালেক্টর অব ট্যাক্সেস মোঃ আব্দুল মাজেদ মোল­া। 

্রিন্ট

আরও সংবদ