খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

শেষ রক্ষা হলো না শ্যামনগরের মিজানুরের

আত্মগোপনে থেকে প্রতিপক্ষ ও পুলিশের নামে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩২ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেই দীর্ঘদিন আত্মগোপনে থেকে নিজ ভাই ও মেয়েকে দিয়ে প্রতিপক্ষ ও পুলিশের নামে দু’টি পৃথক অপহরণ মামলা দিয়েও শেষ রক্ষা হলো না মিজানুর রহমান সরদারের। বুধবার ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে মিজানুর রহমান সরদারকে উদ্ধার করে পুলিশ। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ভিকটিম মোঃ মিজানুর রহমান সরদার (৫৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, চলতি বছরের ১০ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে মিজানুর রহমানকে হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের মুনজিতপুর লম্বাটালি এলাকা থেকে অপহরণ করা হয়েছে মর্মে তার কন্যা শারমীন আক্তার রিমা বাদী হয়ে তার আপন তিন চাচা ও এক চাচীর নামে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৩, তারিখ ২৬/০২/২৫ ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড। অপর দিকে মামলাটি তদন্তকালে জানা যায় এই মামলার ভিকটিম মিজানুর রহমান সরদারকে অপহরণ করে (একই উদ্দেশ্যে) হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির ঘটনা উলে­খ করে তার আপন ভাই মোঃ মঞ্জুর সরদার বাদী হয়ে ৪ জন পুলিশ সদস্যসহ ২৪ জনের নাম উলে­খ করে ২০২৪ সালের ২৫ জুলাই আমলী আদালত নং-৫ (শ্যামনগর) এ পৃথক একটি পিটিশন মামলা দায়ের করেন। যার মামলা নং-৮০৯/২৪ ধারা-৩৬৪/৩৮৫/৩৮৭/৩৪ পেনাল কোড। আদালত মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশ দেন। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তিনি জানান, সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহরাব মামলাটির তদন্তভার নেয়ার পর অধিকতর তদন্ত শেষে এ মামলার ভিকটিম মিজান সরদারকে বুধবার ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামের তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে উদ্ধার করেন। একই সাথে একই ভিকটিমকে ভিন্ন সময়ে অপহরণ দেখিয়ে ভিকটিম এর ভাই ও মেয়ে কর্তৃক ভিন্ন দু’টি মামলা দায়েরের বিষয়টিও তিনি উদঘাটন করেন।
তিনি আরো জানান ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় পারিবারিক কলহ (প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকা) এবং জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি নিজেই দীর্ঘদিন চুয়াডাঙ্গায় আত্মগোপনে ছিলেন। স¤প্রতি তিনি পাটকেলঘাটা থানার দুদলী গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর কাছে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে আরো অধিকতর তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, সদর থানার ওসি শামিনুল হক প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ