খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

জেলা আ’লীগের সহ-সভাপতি এড. মুজিবুর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৬ এ.এম | ২৪ এপ্রিল ২০২৫


খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোঃ আল আমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার তাকে নগরীর ময়লাপোতা এলাকা থেকে আটক করে। পরবর্তীতে বুধবার বিকেলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলছিল নগরীর ময়লাপোতা মোড়স্থ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এ সময় আওয়ামী লীগের ওই নেতা সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের বিভিন্ন এ্যাপলিকেশন তল­াশী করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় বলেন, এম এম মুজিবুর রহমানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। তবে তার মোবাইল তল­াশীর মাধ্যমে অনেক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। আবেদন মঞ্জুর হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আদালতে পুলিশের দেওয়া তথ্য উপাত্ত থেকে জানা গেছে, মুজিবুর রহমান দেশে অবস্থান করে বিগত ফ্যাসিস্ট সরকারের দেশে-বিদেশে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শীর্ষ স্থানীয় নেতা শেখ হেলাল, শেখ জুয়েল, এস এম কামাল, কাজী আমিনুল হক, ঠিকাদার আশরাফ, যুবলীগের কামরুজ্জামান জামাল, ঠিকাদার জাকির, খালিশপুর থানা আ’লীগের সভাপতি সানাউল­াহ নান্নু এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনের সাথে মোবাইলে বিভিন্ন নামে হোয়্যাটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম এ্যাপসের মাধ্যমে গোপন আইডি খুলে তাদের সাথে যোগাযোগ করছেন। তাদের দেওয়া নির্দেশনা মোতাবেক সরকারকে উৎখাত এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর নীলনকশা বাস্তবায়নের যড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এছাড়া মুজিবুর রহমান তার ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে খুলনাসহ সারাদেশে বর্তমান সরকার বিরোধী মিছিল-মিটিং করানোর উস্কানিদাতা এবং অর্থদাতা। তার মদদে পতিত সরকারের দোসর কতিপয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সন্ত্রাসী এবং কিশোরগ্যাং নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সরকার বিরোধী প্রচারণায় লিপ্ত রয়েছে। যা রাষ্ট্রবিরোধী এবং যড়যন্ত্রের সামিল।

্রিন্ট

আরও সংবদ