খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

কল্পনাতীত শাস্তি দেব ভারতের আত্মায় আঘাত করা জঙ্গিদের: মোদি

খবর প্রতিবেদন |
০৫:০২ পি.এম | ২৪ এপ্রিল ২০২৫


ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, জঙ্গি এবং ষড়যন্ত্রীদের কল্পনার চেয়েও বড় সাজা দেবে ভারত। খবর আনন্দবাজার পত্রিকার।

মোদি বৃহস্পতিবার একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন। তিনি বলেন, যে সব সন্ত্রাসবাদী এই হামলা করেছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।

বিহারের সরকারি মঞ্চ থেকে বৃহস্পতিবার মোদি এ ভাষণ দেন। তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে।

পেহেলগামের জঙ্গি হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে।

বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানে ত্তার সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও।

বক্তব্যের শুরুতেই পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন মোদি। হাতজোড় করে নীরবতা পালন করতে দেখা যায় মোদিকে। উপস্থিত সবাইকেও নিজের আসনে বসেই নীরবতা পালন করতে বলেন মোদি।

অন্যদিকে, ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছে। মূলত ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতেই পাকিস্তানি কর্তৃপক্ষ এই বৈঠক ডেকেছে।

বৈঠকে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা থাকবেন। কারণ এই ঘটনায় পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছে ভারত।

এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে ভারত। এতে করে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। 

্রিন্ট

আরও সংবদ