খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

ফুলতলায় সুমন হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

ফুলতলা প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ২৫ এপ্রিল ২০২৫


ফুলতলার পিপরাইল গ্রামের সুমন মোল্যা হত্যার ঘটনায় তার পিতা রকিব উদ্দিন মোল­া বাদী হয়ে ১০ জনের নাম উলে­খসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামী মমিন গাজী ও মিনারুলকে গ্রেফতার করেছে। 
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান বলেন, পিপরাইল গ্রামের সুমন হত্যা মামলার প্রধান আসামি একই গ্রামের নাজিম গাজী ওরফে নয়েক গাজীর পুত্র মমিন গাজী (২৯) কে র‌্যাব-৬ যশোর এলাকা থেকে গ্রেফতার করে ফুলতলা থানায় হস্তান্তর করে। পুলিশ তাকে হত্যা ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং জড়িত অন্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া মামলার এজাহারভুক্ত আসামী ডাউকোনা গ্রামের আব্দুল লতিফের পুত্র মিনারুল (২৭) কে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার মোটিভ, ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অন্য আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে। নিহত সুমন মোল­া ও মমিন গাজী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য। তারা একই সাথে মাদক কারকারি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, চোরাই নৌকা ও স্যালোমেশিন ক্রয় বিক্রয় করতো। টাকা ভাগাভাগি ও আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে তারা বিরোধে জড়িয়ে পড়ে। তারই জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে মঙ্গলবার দুপুরে পিপরাইল দাসপাড়া এলাকায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে সুমনকে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিভলবারের এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড মিস ফায়ার গুলি উদ্ধার করে।      

্রিন্ট

আরও সংবদ