খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

পাটকেলঘাটা ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ২৫ এপ্রিল ২০২৫


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাকদহ নামক স্থানে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে উভয় পক্ষের ৫ জন গুরুতর আহত হয়। 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিনেরপোতা থেকে ইট ভর্তি ট্রলি পাটকেলঘাটায় আসছিল। একই সময় চুকনগর হাইওয়ে পুলিশের একটি দল যানবাহন চেকের জন্য মোবাইল কোর্ট বসায়। হাইওয়ে পুলিশ ট্রলি চালককে দাঁড়াতে বললে সে না দাঁড়িয়ে গতি বাড়িয়ে দেয়। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সামনে থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে সাথে সাথে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রলিটি উল্টে ডান পাশে গিয়ে পড়ে। এ ঘটনায় ট্রলি ও  মোটরসাইকেলের ৫ জন আহত হয়। ট্রলিতে থাকা আহতরা হলেন বিনেরপোতা গ্রামের রেজাউল ইসলামের ছেলে সাকিব (২৭), মৃত আজগার আলীর ছেলে আরাফাত (২০), আরশাদ আলীর ছেলে বক্কার (২৪)। পরে এলাকাবাসী আহত অবস্থায় এদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপর দিকে মোটরসাইকেল আরোহীদের দ্রুত সাতক্ষীরা হাসপাতালে নেওয়ায় তাদের নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর চুকনগর হাইওয়ে পুলিশ তাদের পুলিশ ভ্যান নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে গেলে জনগনের তোপের মুখে পড়ে উল্টো রাস্তা নগরঘাটা সরুলিয়া ও পাটকেলঘাটা হয়ে চুকনগর চলে যায়। এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ওসি ০১৩২০১৮৪৩৩৬ নাম্বারে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পুলিশের চেক ছাড়া একটু দূরে ঘটনাটি ঘটেছে। ঐ ট্রলিকে আমরা কোন প্রকার সিগনাল দেয়নি। সেখানে অনেক মানুষ ছিল প্রয়োজনে তাদের কাছে শোনেন। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি ছুটিতে আছেন বলে জানান। পরবর্তীতে তদন্ত ওসির ০১৩২০১৪২৩৬২ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।   
 

্রিন্ট

আরও সংবদ