খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

বটিয়াঘাটার জেবি ইট ভাটায় তিন লক্ষ টাকা জরিমানা

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৫৪ এ.এম | ২৫ এপ্রিল ২০২৫


বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়াতে অবস্থিত জেবি ব্রিকসে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালত পরিচালনা করেন বটিয়াঘাটার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি শরীফ শাওন। তার সঙ্গে সহযোগিতা করেন বটিয়াঘাটা থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জেবি ব্রিকস হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে চালু রাখার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভাটা কর্তৃপক্ষকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে জেবি ব্রিকস ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ