খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় ২১০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, দুই জনকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৮ এ.এম | ২৫ এপ্রিল ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে এক অভিযান চালিয়ে জেলি পুশকৃত ২১০ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাগড়াঘাট এলাকার আতাউর রহমানের বাড়ি থেকে এই চিংড়ি জব্দ করা হয়। আটককৃতরা হলেন উপজেলার গুমানতলী গ্রামের কওসার মোড়লের ছেলে মোহাম্মদ আতাউর রহমান মোড়ল (৪৫) এবং খগড়াদানা গ্রামের শওকত মোল­ার মেয়ে মোছাঃ নাসিমা বেগম (৩৫)।
খোঁজ নিয়ে জানা যায়, ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াঘাট এলাকার আতাউর রহমানের বাড়ি থেকে ২৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে বাগদা, গলদা ও হরিণা চিংড়িতে জেলী পুশ করার সিরিঞ্জ ও মেডিসিন, পুশ করা কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতসহ হাতে নাতে ২ জনকে আটক করা হয়। আটক জেলি পুশ করা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বাকি ভালো কিছু মাছ স্থানীয় একটি এতিম খানায় দিয়ে দেওয়া হয়।
পরে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল­াহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক দুই জনকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে, প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জরিমানা টাকা দিয়ে আটকরা মুক্তি লাভ করেন। শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল­াহ আল রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

্রিন্ট

আরও সংবদ