খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পারভেজ হত্যাকাণ্ডে দুই ছাত্রী গ্রেফতার

খবর প্রতিবেদন |
০২:১৭ এ.এম | ২৫ এপ্রিল ২০২৫


রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই ছাত্রীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনা। তারা একই এলাকার ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। ঘটনার থেকেই তারা আত্মগোপনে ছিলেন। গতকাল রাত ১০টার দিকে ডিবির একটি সূত্র এসব তথ্য জানায়।
ডিবি সূত্রে খবর, দুই নারী শিক্ষার্থী জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় দুই দিন আগে বাসা ভাড়া নেন। এই তথ্যের ভিত্তিতে ডিবির টিম অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থলে ডিবির টিম এখনো উপস্থিত আছে।
গত ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার একপর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। ঘটনার পরদিন পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাজ, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০-৩০ জনকে।এরই মধ্যে এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স।

্রিন্ট

আরও সংবদ