খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

সেমিফাইনালে ওমানের কাছে হার, হকির এশিয়া কাপে নেই বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
১১:৩৯ পি.এম | ২৫ এপ্রিল ২০২৫


এশিয়ান হকি ফেডারেশন কাপের (এএইচএফ কাপ) সেমিফাইনালে ওমানের কাছে হেরে এশিয়া কাপ হকির মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় দর্শক হয়ে থাকতে হচ্ছে লাল-সবুজকে।
শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে রুদ্ধশ্বাস এক ম্যাচে বাংলাদেশ ৫-৪ গোলে পরাজিত হয় ওমানের কাছে। টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার আর ফাইনালে উঠতে পারলো না, সেই সঙ্গে হারাল এশিয়া কাপে খেলার সুযোগও।
অন্যদিকে, চাইনিজ তাইপের সঙ্গে এশিয়া কাপে খেলার টিকিট পেয়ে গেল ওমান। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ নেবে এই দু’টি দল। বাংলাদেশ এখন শুধু তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামবে কাজাখস্তানের বিপক্ষে।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলছিল। ৮ মিনিটে লিড নেয় ওমান। তবে পাঁচ মিনিট পর পেনাল্টি কর্ণার থেকে গোল করে সমতা ফেরান সোহানুর রহমান সবুজ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলে লিড নেয় বাংলাদেশ, সেটিও আসে পেনাল্টি কর্ণার থেকে। তবে ওমান আবারও ফিরে আসে ম্যাচে। তারা একে একে পেনাল্টি কর্ণার ও ফিল্ড গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ওমান গোল করে ব্যবধান বাড়ায়। তবে ৩৮ মিনিটে ওবায়দুল জয়ের গোলে বাংলাদেশ ব্যবধান কমায়। এরপর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আরও এক গোল করে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ওমান।
শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করেন সবুজ, স্কোরলাইন হয় ৫-৪। শেষ ৬ মিনিটে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ, কিন্তু কাক্সিক্ষত গোল আর আসেনি। ফলে দীর্ঘদিন ধরে এএইচএফ কাপে রাজত্ব করা বাংলাদেশের এবার এশিয়া কাপ মঞ্চে খেলার স্বপ্ন ভেঙে গেল সেমিফাইনালেই।

্রিন্ট

আরও সংবদ