খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাবার্ষিকী ও খুলনা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৫ এ.এম | ২৬ এপ্রিল ২০২৫


আমরা বৃহত্তর খুলনাবাসীর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৪৪তম খুলনা দিবস পালন  উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ সরদার আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ১৮৮২ সালে ২৫ এপ্রিল সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা জেলার জন্ম হয়। এক সময়ে খুলনা অঞ্চল শিল্প ও সংস্কৃতি নগরী হিসেবে পরিচিত ছিল। কিন্তু নব্বই দশকের পর বিগত সরকারের সময় শিল্প-কলকারখানা বন্ধ এবং পাইপ লাইনে গ্যাসের সংযোগ না থাকায় খুলনার শিল্প অঞ্চলের ঐতিহ্য হারাতে বসে, যারফলে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ অনেকাংশে কমে যায়। 
খুলনার বিরাজমান আর্থ-সামাজিক ও নাগরিক সমস্যা সমূহ দ্রুত সমাধানে জনমত গঠন করে  প্রশাসনের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে  আমরা বৃহত্তর খুলনাবাসী নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়। খুলনা অঞ্চলে শিল্প-কলখানা বন্ধ ও ভোলা থেকে পাইপ লাইনে গ্যাস সরবরাহ না হওয়ায় খুলনায় শিল্প-কলকারখানা প্রসার তথা আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন আশানুরূপ হয়নি। তাছাড়া গল­ামারি ব্রিজ নির্মাণ, সোনাডাঙ্গা বাইপাস সড়ক ও রূপসা-শিপইয়ার্ড সড়ক উন্নয়ন ও সংস্কারে ধীরগতির কারনে মানুষের ভোগান্তি বাড়ছে।    
আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সৈয়দ আলী হাকিম, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, মোহাম্মদ আবু তৈয়ব, ওমর ফারুক কচি, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, মোঃ মনির হোসেন, সিরাজুল ইসলাম লিটন, নাজমুল হক মুকুল, মীর কাউসার মিজু, মোঃ ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার শফিকুল রহমান, রুহুল আমিন মিঠু, অ্যাড. জিনারুল হোসেন, রোটাঃ এস ওয়াহিদুর রহমান বাবু, জি এম ফারুক, নাজমুল তারেক তুষার, চিশতি মাহমুদ হাসান, এম এম হাসান, আরিব আল আহমেদ প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ