খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

সময়ের খবরে সংবাদ প্রকাশের পর ইউনিয়ন বিএনপি’র কমিটি থেকে নৌকার প্রার্থী আলমগীরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক |
০১:০৪ এ.এম | ২৬ এপ্রিল ২০২৫


তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি করা হয় গত ২১ এপ্রিল। কমিটির ৫ নম্বর সদস্য হচ্ছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবিএম আলমগীর শিকদার। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গত ২৫ এপ্রিল দৈনিক সময়ের খবরের প্রথম পাতায় ‘তেরখাদায় বিএনপির কমিটিতে পদ পেলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ওই কমিটি থেকে আলমগীর শিকদারকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কওছার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এড. এবিএম আলমগীর হোসেন শিকদারকে গত ২১ এপ্রিল তারিখে তেরখাদা উপজেলার ৪নং সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুত কিমিটিতে ভুলবশত তার নাম অন্তর্ভূক্ত হয়েছিলো। তার বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে তাকে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।

্রিন্ট

আরও সংবদ