খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

পাবনায় চর দখল নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

খবর প্রতিবেদন |
০১:১৪ এ.এম | ২৬ এপ্রিল ২০২৫


পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লুক্ষীকুণ্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী উপজেলার পদ্মার লক্ষীকুণ্ডা ইউনিয়নে জেগে ওঠা চরের জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 
শুক্রবার রিকাত আলী শেখ ও তার ছেলের নেতৃত্বে একপক্ষ জমির দখল নিতে গেলে প্রতিপক্ষের মকুল মেম্বর, তরিকুল মেম্বর ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আগ্নোয়াস্ত্রসহ দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র ব্যবহার করা হয়। এ সময় ৫ জন গুলিবিদ্ধ হন। এরা হলো পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) বাদশা (২১) । এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে আরও অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি সবাই রিকাত সেখের লোকজন। 
রিকাত আলী শেখ বলেন, দীর্ঘদিন ধরে লক্ষীকুণ্ডা চর আওয়ামী লীগের প্রভাবশালীরা দখল করে রেখেছিলেন। ৫ আগস্টের পর এই প্রভাবশালীদের কয়েকজন নেতা মকুল মেম্বর, তরিকুল মেম্বর এলাকা ছেড়ে পালিয়েছিলেন; কিন্তু সুযোগ বুঝে তারা মাঝে-মধ্যে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। 
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
 

্রিন্ট

আরও সংবদ