খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

সংবাদ সম্মেলনে

নিরাপত্তা দাবি ফুলতলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সনজিতের

নিজস্ব প্রতিবেদক |
০১:২৪ এ.এম | ২৬ এপ্রিল ২০২৫


ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও আহতের ঘটনায় চারদিন অতিবাহিত হলেও ফুলতলা থানা আমার মামলা গ্রহণ করেননি। এ সুযোগে সন্ত্রাসী বাহিনী প্রধান জীবননাশের হুমকি দিচ্ছে। পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ফুলতলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সনজিত বসু নিরাপত্তার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমান সরকার বৈষম্যমুক্ত সরকার। সন্ত্রাসী বাহিনী প্রধান ছাব্বির হোসেন রানা শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে ফুলতলা থানা দায়ের এজাহারটি গ্রহণ না করে আমার সাথে বৈষম্য করা হচ্ছে। আমি একজন সংখ্যালঘু ব্যক্তি নিরুপায় হয়ে সাংবাদিকদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। 
লিখিত বক্তব্যে সনজিত বসু আরো বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ফুলতলা উপজেলার সিকিরহাটে তার রড, সিমেন্ট, কয়লা ও সারসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এলাকার চিহিৃত সন্ত্রাসী বাহিনী প্রধান ছাব্বির হোসেন রানা শেখ (৩৮) ও তার সহযোগী হাফিজুর রহমান পরশ (৪২), হিরো কর (৪০), আলামিন (৩০), স্বপন কর (৪৫), হালিম (৪২), আনন্দ কর (৫৫), মুমিন সরদার (৫০), কল্যাণ কুণ্ডু (৫২) ও আকরাম (৪০) সহ ১৯/২০ জন হামলা চালিয়ে দখল করে নেয়। এ ব্যাপারে তিনি যৌথবাহিনী, সেনাবাহিনী ও র‌্যাবের নিকট লিখিত অভিযোগ করলে ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় তাকে বুঝিয়ে দেয়া হয়। এরপরও গত ২১ এপ্রিল দুপুর ১২টার দিকে ওই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দু’টি ট্রাক ও অফিস ভাঙচুর করে। এ সময় অফিসে অবস্থানরত আকিজ কোম্পানীর অফিসার রাহাতুল, আরিফ, সোহেল, বিরু মোল­া, আশরাফ সরদার ও সনজিত বসুর ভাই বাদল বসুসহ  ৩০/৪০ জনকে মারধর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে চলে যায়।
সনজিত বসু আরো বলেন, ওই মোটর সাইকেলে নওয়াপাড়া যাওয়ার পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নওয়াপাড়া পূবালী ব্যাংকের তার নিজ এ্যাকাউন্ট থেকে মুক্তিপণ ও চাঁদা হিসেবে আরো ৭ লাখ ৯ হাজার টাকা তুলে নেয়। এছাড়া প্রতি মাসে তাদেরকে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে বলে জানিয়েছে তারা।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস’র কাছে ঘটনার সুষ্টু বিচারের দাবি জানান।
 

্রিন্ট

আরও সংবদ