খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে যবিপ্রবি

যশোর প্রতিনিধি |
০১:২৯ এ.এম | ২৬ এপ্রিল ২০২৫


টাইমস হায়ার এডুকেশন-এর “এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৫”-এ দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ২৩ এপ্রিল প্রকাশিত তালিকায় যবিপ্রবি এশিয়ার ৪০১-৫০০ অবস্থানে রয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে একমাত্র স্থান পাওয়া প্রতিষ্ঠান।  মোট ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় হয়েছে যবিপ্রবি।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়াই এখন পরবর্তী লক্ষ্য। গবেষণা বৃত্তির মাধ্যমে গবেষণার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 

্রিন্ট

আরও সংবদ