খুলনা | রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২

নারী কমিশন কর্তৃক কুরআন সুন্নাহ পরিপন্থি প্রস্তাব ইমাম পরিষদের প্রত্যাখ্যান

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ২৭ এপ্রিল ২০২৫


নগরীর ডাকবাংলা জামে মসজিদে গত শুক্রবার সকাল ৭টায় খুলনা জেলা ইমাম পরিষদের মজলিসে শুরার এক জরুরি সভা জেলা সভাপতি মাওলানা মোহাম্মাদ সালেহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
সভায় সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশন কতৃক সুপারিশে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ প্রতিস্থাপনের প্রস্তাবে এবং নারী কমিশন কর্তৃক সুপারিশে নারী পুরুষ এর সমান অধিকারের নামে কুরআন সুন্নাহ পরিপন্থী প্রস্তাব প্রদানে এবং শ্রম অধিকার এর কথা বলে নারীর জন্য পতিতাবৃত্তির স্বাধীনতার প্রস্তাবে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং নিন্দা জ্ঞাপন করে এ সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান  করা হয়। সেই সাথে সকল সংস্কার কমিশনে ইসলামী স্কলারদের অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানানো হয়।  
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া, হাফেজ মাওলানা মুশতাক আহমাদ মাওলানা এ এফ এম নাজমুস সউদ মুফতি জিহাদুল ইসলাম মাওলানা গুলামুর রহমান মাওলানা রহমাতুল­াহ, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ মোল­া মিরাজুল হক, মাওলানা আনোয়ারুল আজম মাওলানা সিদ্দিকুর রহমান মাওলানা হেকমত আলী মাওলানা জোনায়েদ মাওলানা আব্দুস শাকুর মাওলানা অজিয়ার রহমান প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ