খুলনা | রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২

২৫নং ওয়ার্ডের সুধী সমাবেশে মনা

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ২৭ এপ্রিল ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ভোটাধিকারকে কেন সংস্কারের সঙ্গে এক করে ফেলা হচ্ছে? পৃথিবীর কোথাও তো এমনটি করা হয় না। গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র মানে নদীর প্রবল স্রোতের মতো একটি পদ্ধতি, একটি ধারাবাহিকতা। যে নদীর পানি যত খরস্রোতা সেই নদীর পানি তত স্বচ্ছ। কারণ, সেখানে কোনো ধরনের আবদ্ধতা তৈরি হয় না। যে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সে কখনো নেতা হতে পারে না। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে মানুষ নিজের মনের কথা শান্তিমতো বলতে পারেনি। আ’লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। কাউয়া কাদের পালাইছে? আ’লীগ হলো চোরের দল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ধানের শীষ যার আমাদের তার হয়েই কাজ করতে হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে। বিএনপি’র জন্ম হয়েছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। 
শনিবার সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ২৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথা বলছেন, বিএনপি’র ৩১ দফার সঙ্গে তার অনেক মিল রয়েছে। রাষ্ট্রকাঠামো মেরামত, আগামী নির্বাচন কিভাবে হবে, স্বাস্থ্য, শিক্ষাসহ বিশেষ সংস্কারের প্রয়োজনীয়তাও ৩১ দফার মধ্যে তুলে ধরা হয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আছে। তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহŸান জানিয়েছেন।  
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপি’র একার নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। 
২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুনু পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ফখরুল আলম, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক বাদশা খান, শিক্ষক আসমা ইসলাম, মানবাধিকার নেতা লিয়াকত আলী সরদার, চিকিৎসক লিয়াকত আলী, কবির হোসেন, গাজী আবু সাঈদ, এড. গণেশ কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রাম পোদ্দার, সাঈদ হাসান লাভলু, একরামুল কবির মিল্টন, আহসান হাবীব বাবু, আফজাল হোসেন, মিজানুর রশিদ মিজান, আলম হাওলাদার, কাজী সাইফুল ইসলাম, কাজী মাহবুবুর রহমান, মাসুদ আলম শামীম, মামুনুর রশিদ, শাহীন কাদির, নাসরিন হক শ্রাবণী, এড. কামরুন্নাহার হেনা, জাহাঙ্গীর হোসেন, পলাশ হোসেন, ইসারুল গাজী সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

্রিন্ট

আরও সংবদ