খুলনা | বৃহস্পতিবার | ০১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২

রেফারির দিকে বরফ ছুড়ে বড় শাস্তির মুখে রুডিগার

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৫৪ পি.এম | ২৭ এপ্রিল ২০২৫


এল ক্লাসিকো মানেই উত্তেজনা, কিন্তু এবার সেটা ছাড়িয়েছে সীমারেখা। কোপা দেল রে’র ফাইনালে রেফারির দিকে বরফ ছুড়ে বড় বিতর্কে জড়ালেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এখন তাকে অপেক্ষা করতে হচ্ছে বড়সড় শাস্তির রায়ের জন্য।

দে লা কার্তুহার মাঠে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচের শেষ মুহূর্তে এমবাপ্পের একটি ফ্রি-কিক না পাওয়ায় রেফারির ওপর ক্ষুব্ধ হয়ে পড়েন রুডিগার। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, ডাগআউট থেকে রেফারির দিকে বরফের টুকরা ছুড়ে মেরেছেন রুডিগার। মাঠে তখন রীতিমতো বিশৃঙ্খলা তৈরি হয়। রুডিগারকে শান্ত করতে রিয়ালের পাঁচজন স্টাফ সদস্য, বিকল্প গোলরক্ষক আন্দ্রেই লুনিন এবং কোচ লুইস ইয়োপিসকে হস্তক্ষেপ করতে হয়। শেষ পর্যন্ত লাল কার্ড দেখলেও সহজে মাঠ ছাড়তে চাননি এই জার্মান ডিফেন্ডার।

রুডিগারের এমন আগ্রাসী আচরণের জন্য বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করছে। নিয়ম অনুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করলে সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে। তবে যদি তার আচরণকে ‘আগ্রাসন’ হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে শাস্তির মেয়াদ আরও দীর্ঘ হতে পারে।

কয়েক দিনের মধ্যেই রুডিগারের ভাগ্য নির্ধারণ করবে ফেডারেশন। আপাতত, অন্তত ১২ ম্যাচের নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ খুবই কম বলেই ধারণা করা হচ্ছে। এর আগেই বদলি হয়ে যাওয়া ভাসকেজ এ ঘটনার সময় উত্তেজিত হয়ে মাঠে ঢুকে যাওয়ায় তাকেও লাল কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে জানা যায়, রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহামও রেফারির দিকে ‘আক্রমণাত্মক ভঙ্গিতে’ এগিয়ে গিয়েছিলেন। তাকেও পরে লাল কার্ড দেখানো হয়েছে।

শেষ পর্যন্ত ম্যাচটা ৩-২ গোলে জিতে রেকর্ড ৩২তম বারের মতো কোপা দেল রের শিরোপা জেতে বার্সেলোনা। ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনেও এসেছে রুডিগারের প্রসঙ্গ। তবে আনচেলত্তি এ ঘটনা নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি, ‘আমি জানি না কী হয়েছে, আমাদের (ভিডিও) দেখতে হবে। তবে রুডিগার অসাধারণ খেলেছে। ক্লান্ত হওয়ার আগপর্যন্ত চেষ্টা করে গেছে। আমি শুধু তার চেষ্টার প্রশংসা করতে পারি।’

্রিন্ট

আরও সংবদ