খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৬ এ.এম | ২৮ এপ্রিল ২০২৫


যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালালকে আটক করেছে থানা পুলিশ। রোববার সকালে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। শাহজালাল উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের রতন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে থানায় নাশকতার ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর উপজেলার বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। এ মামলায় শাহজালাল ছিল ২৭৭ নম্বর আসামি।
মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্র“য়ারি বিএনপি’র কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, থানায় বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি শাহজালাল। রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ