খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

অস্ত্র ও পর্নগ্রাফি মামলার ১ আসামিসহ দেশে ফিরলো বাংলাদেশি ৭ যুবক

বেনাপোল প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ২৮ এপ্রিল ২০২৫


দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্নগ্রাফি মামলার এক আসামিসহ বাংলাদেশি ৭ যুবক। শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ২০২২ সালে ৪ মার্চ অবৈধপথে ভারতে যান। এরপর ভারতের মুম্বাইয়ে বিভিন্ন অঞ্চলে কৃষি কাজসহ অন্যান্য কাজ করার সময় ওই বছরের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ আটক করে তাদের আদালতে পাঠায়। আদালত তাদের ৩ বছর ৪ মাস সাজা দেয়। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে সন্ধ্যায় তারা দেশে ফেরেন। এর মধ্যে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে  ফেরত আসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দুই মামলার আসামি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফয়সাল (৩৭) রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও পর্নগ্রাফির দু’টি মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মামলাকৃত থানায় হস্তান্তর করা হবে। ফেরত আসারা হলেন রবিউল ইসলাম (৩৩ ),ফয়সাল (৩৭), মিন্টু বাড়ুই (৪০),এনায়েত মাতব্বার (৩১), রিপন খলিফা (৪১), শহিদুল শেখ (৩৫) ও আল আমিন হোসেন (২০)। এরা শরিয়তপুর, যশোর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।  

্রিন্ট

আরও সংবদ