খুলনা | সোমবার | ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২

সোনাডাঙ্গায় বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলার আসামিদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক |
০২:১৩ এ.এম | ২৮ এপ্রিল ২০২৫


নগরীর সোনাডাঙ্গা এলাকায় মোল্লা আকবার উদ্দিন বাবুর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট মামলার আসামিদের গ্রেফতারের দাবি উঠেছে। রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে নিরাপত্তাহীনতার অসহায়ত্ব প্রকাশ করেছেন ভুক্তভোগী। 
লিখিত বক্তব্যে মোল্লা আকবার উদ্দিন বাবু বলেন, গত ২৫ এপ্রিল ভোর ৬টারদিকে বয়রা মেইন রোডের তার পৈতৃক বাড়িতে সন্ত্রাসীরা মাথায় পিস্তল ঠেকিয়ে এবং পরিবারের স্ত্রী, পুত্র, কন্যা ও পুত্রবধূসহ সকল সদস্যদের উপর ঘুমন্ত অবস্থায় অতর্কিত ভাবে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র-শস্ত্র ও গোলা বারুদসহ জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনে ঘরবাড়ির দরজা ভেঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশ করে। দরজা, জানালা, ঘরের প্রায় সকল আসবাবপত্র, রান্নাঘর, বাথরুম, পানির ট্যাঙ্কি, পানির কল ভাঙচুর করে। পুরো বাড়ি তছনছ পূর্বক ধ্বংস স্তূপে পরিণত করে। সন্ত্রাসীরা বাড়ির বিদ্যুৎ লাইন মিটার থেকে বিচ্ছিন্ন করে মিটার লক করে দিয়ে প্রায় আনুমানিক ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও আলমারিতে থাকা আনুমানিক নগদ ৫ লক্ষ টাকা লুট করে। তার পৈতৃক ভিটায় অবস্থিত ব্যবসায়ীক প্রতিষ্ঠান (আরএস মটরস) এর দেওয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রায় ২/৩ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় ওই দিন সোনাডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন তিনি (মামলা নং ২০, ২৫/০৪/২০২৫)।
মামলার আসামিরা হলো মোল্লা সালাউদ্দিন মিঠু, মোল্লা সোহরাব উদ্দিন শামীম, মোল্লা সদর উদ্দিন পিটু, মোল্লা আসিফ উদ্দিন রোজ, লাইলাতুন নেছা এলিসা, মোল্লা রিয়াজ উদ্দিন রাজুসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন। কিন্তু দুঃখের বিষয় এখনও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৈতৃক সম্পত্তির বিরোধ নিয়ে তাকে এবং তার ৮ বোনকে বঞ্চিত করার জন্যে তার অন্য তিন ভাই মোল্লা সালাউদ্দিন, মোল্লা সোহরাব উদ্দিন ও মোল্লা সদর উদ্দিন সন্ত্রাসীদের দিয়ে এ সন্ত্রাসী ঘটনা ঘটায়। সংবাদ সম্মেলনে বাবুর বোনেরা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 

্রিন্ট

আরও সংবদ