খুলনা | মঙ্গলবার | ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২

চৌগাছা আ’লীগের আলোচিত সম্পাদক মেহেদী মাসুদ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৭ এ.এম | ২৯ এপ্রিল ২০২৫


যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আলোচিত সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে ফুলসারা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।
ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, মেহেদী মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপি’র কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে যশোর কোতোয়ালী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
গত ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপি নেতা এড. আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন। এতে ৬৩ জনের নাম উলে­খসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চৌগাছা উপজেলার রাজপথে অস্ত্রের মহড়া এবং আন্দোলনকারীদের ওপর চরম দমন-পীড়নের অভিযোগও রয়েছে মেহেদী মাসুদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার নির্দেশেই ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থী ও বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায় এবং নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকিও প্রদান করে।
 

্রিন্ট

আরও সংবদ