খুলনা | বৃহস্পতিবার | ০১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২

ফাইনাল হেরে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ, যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৩৪ পি.এম | ২৯ এপ্রিল ২০২৫


ডিপিএলের ‘অলিখিত’ ফাইনালে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে গেছে মোহামেডান। ম্যাচ শেষে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে যাওয়ার পথে গ্র্যান্ড স্ট্যান্ডের পাশ থেকে এক দর্শক মোহামেডানের হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন।

বিষয়টি ভালোভাবে নেননি মাহমুদউল্লাহ। মাঠ থেকে রেলিং পেরিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে ওঠে ওই দর্শকের দিকে তেড়ে যান। পরে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন তাকে সেখান থেকে সরিয়ে আনেন।

এদিকে, মোহাম্মদ নাদিম নামের এক সমর্থক ফেসবুকে দাবি করেছেন, আজকের ঘটনাটি মূলত তার সঙ্গে ঘটেছে। তিনি লিখেছেন, “আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্ট টা হয়, সেটা আমার সাথে। ম্যাচশেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হল শিপন আসে।

আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি 'ভাই, ভালো খেলসেন, হ্যাডস অফ টু ইউ'। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়। এখানে 'ভুয়া' ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।

আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে।”

্রিন্ট

আরও সংবদ